পিএসজি শিবিরে হতাশা: এই বছর আর মাঠে দেখা যাবে না নেইমারকে

লিওনেল মেসির হ্যাটট্রিক অ্যাসিস্টে ৩-১ গোলে দলের জয়ের দিনে দুঃসংবাদ পেয়েছেন বন্ধু নেইমার। ইনজুরিতে পড়ে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। তাই রবিবার দুর্দান্ত জয়ের পরও পিএসজি সমর্থক ও টিম ম্যানেজম্যান্ট ঠিক খুশি হতে পারছে না।

ম্যাচের পর অবশ্য জানা যায়নি ব্রাজিলিয়ান সুপারস্টারের চোট কতটা গুরুত্বর। তবে সোমবার কিছুটা আভাস পাওয়া যাচ্ছে। সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, অন্তত ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে। আজ (সোমবার) নেইমারকে আরও পরীক্ষা করানো হবে। এর পরই জানা যাবে ঠিক কতদিন তার সার্ভিস পাবে না পিএসজি। তবে এটা অন্তত নিশ্চিতভাবে বলে দেওয়া যায় যে, চলমান ২০২১ সালে আর খেলা হবে না নেইমারের।

রবিবার সব তারকাকে নিয়ে এ এস সেইন্ট-এটিয়েনের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে মাঠে নেমেছিল পিএসজি। ম্যাচের ৭৭তম মিনিটে ইভান ম্যাকন ফাউল করেন নেইমারকে- সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি এবং স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়।

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন