পারলেন না পৌর মেয়র করে দেখালেন এলাকাবাসী

গোদাগাড়ী প্রতিনিধিঃ

ভাঙ্গারাস্তা সংস্কারের জন্য গোদাগাড়ী পৌর মেয়র মনিরুল ইসলাম বাবুকে বারবার বলার পরেও কোনো পদক্ষেপ না নেওয়ায় এলাকাবাসী নিজ উদ্যোগে পৌর এলাকার মাষ্টার পাড়া এলাকাবাসী রাস্তা সংস্কারের কাজ করলেন।

 

শুক্রবার সকালে সরেজমিনে দেখা যায় ওই গ্রামে গিয়ে কয়েকজনকে রাস্তায় মাটি তোলার কাজে ব্যস্ত থাকতে দেখা যায়।

 

মাষ্টার পাড়া গ্রামের স্থায়ীবাসিন্দাদের সাথে কথা বলে জানাযায়, গ্রামের মধ্যে একমাত্র রাস্তাটি হতে বৃষ্টির পানির গড়নে ও দীর্ঘদিন হতে সংস্কার না হওয়ায় রাস্তার দুইধারের ইট, বালু, পাথর খুলে রাস্তাটি ভাঙ্গনের মুখে পরলে গ্রামের লোকজন মেরামতের জন্য গোদাগাড়ী পৌর সভার নবনির্বাচিত মেয়কে জানানোর উদ্যোগ নেয়। পরে গোদাগাড়ী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কে জানালে তিনি মেয়রকে বিষয়টি অবগত করেন।

 

পৌর যুবলীগ নেতা বলেন বর্তমান মেয়র নির্বাচিত হওয়ারপর আমি বারবার রাস্তাটি দেখার অনুরোধ করে বলার প্রায় ১ মাস পর দেখতে এসে মেরামতের আশ্বাস দেন। দেখে যাওয়ার দুই মাস গড়িয়ে গেলে তাকে  পুনরায় বারবার বলে কোনো সাড়া না পাওয়াই মেয়রের দিকে না তাকিয়ে  গ্রামের লোকজন নিজের এই রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করে।

 

এবিষয়ে গোদাগাড়ী পৌর মেয়র মনিরুল ইসলাম বাবুর সাথে বিকেলে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনরিসিভ করেননি।

স/অ