পাবনা-৪ উপনির্বাচন: আ’লীগের ১৯ মনোনয়ন ফরম বিক্রি

উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ সংসদীয় আসন পাবনা ৪-এর উপনির্বাচন নিয়ে এবার ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের আগ্রহ অতীতের রেকর্ড ভেঙেছে। ১৭-১৯ আগস্ট পর্যন্ত তিন দিনে মোট মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১৯ জন।

২৩ আগস্ট পর্যন্ত চলবে দলের মনোনয়ন ফরম বিক্রি। প্রতিটি ফরম ৩০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় দফতর থেকে সংগৃহীত সূত্রে জানা যায়, মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন পাবনা জেলা আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউর রহিম লাল, ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পাবনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুজ্জামান বিশ্বাস, সাবেক ডিজিএফআইপ্রধান ও পাবনা জেলা আওয়ামী লীগের সদস্য মেজর জেনারেল (অব.) এএসএম নজরুল ইসলাম রবি, পাবনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য পাঞ্জাব আলী বিশ্বাস, ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, জেলা কমিটির উপদফতর সম্পাদক সৈয়দ আলী জিরু, পৌর আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক মিজানুর রহমান স্বপন, মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী আবদুল আলিম, অ্যাডভোকেট রবিউল আলম বুদু, পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বশির আহমেদ বকুল, পৌর মহিলা লীগের সভাপতি মাহজেবিন শিরিন পিয়া, ড. মুসলিমা জাহান ময়না, বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য জালাল উদ্দিন তুহিন, ড. মুসলিমা জাহান ময়না, সাবেক সংসদ সদস্য মঞ্জুর রহমান বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আকরাম আলী খান, সুপ্রিমকোর্ট বারের সাবেক সদস্য অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, তাঁতী লীগের সহসভাপতি এসএম গোলাম মোস্তফা ও সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক আশরাফ আলী।

 

সূত্রঃ যুগান্তর