পাবনায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পদ্মা-যমুনা নদী বেষ্টিত পাবনায় গত তিনদিন ধরে প্রচণ্ড শৈত্যপ্রবাহ বিরাজ করছে। ঠাণ্ডা এবং হিমেল হাওয়ায় জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। মধ্যরাত থেকে প্রকৃতি ঢাকা থাকছে ঘন কুয়াশায়।

বৃহস্পতিবার পাবনার ঈশ্বরদী আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস।

বেলা ১১টার আগে সূর্যের দেখা মিলছে না। এ সময় মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলছে। শীতে শ্রমজীবী ও নিম্ন আয়ের এবং চরাঞ্চলের মানুষ পড়েছেন চরম বিপাকে। প্রচণ্ড শীতে তারা ঠিকমতো কাজে বের হতে পারছেন না।

গত এক সপ্তাহ থেকে এ অঞ্চলে শীতের প্রকোপ বাড়লেও গত ৩ দিন থেকে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। অধিকাংশ সময় আকাশ মেঘাচ্ছন্ন এবং হিমেল হাওয়ায় শীত জেঁকে বসেছে বলে জানায় আবহাওয়া অফিস। এ দিকে শীতে এ অঞ্চলে দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্রের সংকট দেখা দিয়েছে।

এ দিকে পাবনা পৌরহকার্স মার্কেটগুলোতে পুরনো কাপড় বিক্রির ধুম পড়েছে। ফুটপাতের দোকানগুলোতে শীতবস্ত্র কেনার জন্য নিম্ন আয়ের ও দুস্থ মানুষজন শীতবস্ত্র কিনতে ভিড় করছেন।