পাবনায় বিশৃঙ্খলার মধ্যে হাতকড়া নিয়ে পালাল আসামি

পাবনার ভাঙ্গুড়ায় পরিবারের সদস্যদের বাধায় বিশৃঙ্খলার মধ্যে হাতকড়া নিয়ে পালিয়ে যায় আসামি। পালানোর ৬ ঘণ্টা পরে পুলিশের হাতে ৪১ পিস ইয়াবাসহ ফের আটক হন রইচ উদ্দিন (৪০) নামে এক আসামি।

রইচ উদ্দিন উপজেলার আষ্টমনিষা ইউনিয়নের শাহানগর এলাকার লইম উদ্দিনের ছেলে। তিনি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাকে পার্শ্ববর্তী থানা চাটমোহরের সহযোগিতায় আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গুড়া থানা ডিউটি অফিসার কামরুজ্জামান।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার বিকালে ভাঙ্গুড়া থানা পুলিশ অভিযান চালিয়ে রইচ উদ্দিনকে ৪১ পিস ইয়াবাসহ আটক করে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া থানার এএসআই কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে রইচ উদ্দিনকে আটক করেন। এ সময় রইচ উদ্দিনের পরিবারের লোকেরা পুলিশের উপর চড়াও হয়। বিশৃঙ্খলার সুযোগে হাতকড়া পরা অবস্থায় রইচ উদ্দিন বাড়ির পাশের নদী পাড় হয়ে পালিয়ে যান।

পার্শ্ববর্তী এলাকা চাটমোহর থানা হওয়ায় ভাঙ্গুড়া থানা পুলিশ তাৎক্ষণিক সংশ্লিষ্ট থানার সহযোগিতা নিয়ে অভিযান চালিয়ে চাটমোহর উপজেলার সেনগ্রাম এলাকা রইচ উদ্দিনের আত্মীয় বাড়ি থেকে তাকে সন্ধ্যার দিকে ফের আটক করতে সক্ষম হয়।

ভাঙ্গুড়া থানা ডিউটি অফিসার এএসআই কামরুজ্জামান জানান, রইচ উদ্দিনকে আটক করে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

যুগান্তর