পাবনার স্বাস্থ্য কর্মকর্তা করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক :

পাবনা সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার (ইউএইচএফপিও) করোনা আক্রান্ত হয়েছেন। রবিবার রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) করোনা পরীক্ষা ল্যাবে তার নমুনায় করোনা ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা জেলার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল।

এদিকে রামেকের করোনা ল্যাবের ইনচার্জ ডা. সাবেরা গুলনাহার জানান, রবিবার এক সিফটে মোট ৯৪ জনের নমুনা পরীক্ষার জন্য পিসিআর মেশিনে তোলা হয়। যার মধ্যে ৯১ জনের নমুনার ফল এসেছে। যেখানে পাবনার একজনের নমুনায় করোনা পজিটিভ ধরা পড়ে। বাঁকি ৩জনের নমুনায় ত্রুটিপূর্ণ ফল এসেছে।

প্রসঙ্গত এর আগে গতকাল (শনিবার) রামেক ও ঢাকার করোনা পরীক্ষা ল্যাবে পবানার একজন চিকিৎসকসহ ৫৭জনের নমুনায় করোনা ধরা পড়ে। জেলাটিতে বর্তমানে করোনা শনাক্ত করোগীর সংখ্যা ১২৯জন।

স/রা