পাচারকালে সোনার বারসহ আটক ১

সিল্কসিটিনিউজ ডেস্ক: যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচারকালে পাঁচটি সোনার বারসহ জালাল আহম্মেদ সেলিম (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা।

শুক্রবার সকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় তাকে আটক করা হয়। সেলিম শরীয়তপুরের নড়িয়া উপজেলার সেতু মাতবারকান্দি গ্রামের ইয়াকুব আলী মুন্সীর ছেলে। আটক স্বর্ণের দাম প্রায় ২২ লাখ টাকা।

বেনাপোল কাস্টমসের সহকারী পরিচালক আব্দস সাদিক জানান, স্বর্ণ পাচারের খবর পেয়ে সকাল থেকে চেকপোস্টে নজরদারি বাড়ানো হয়। কাস্টমসের আনুষ্ঠানিক কাজ করার সময় সেলিম নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে পাঁচটি সোনার বার পাওয়া যায়। সোনার বারগুলি কাস্টমসে জমা দেওয়া হয়েছে।

সেলিম জানান, ঢাকার জিল্লুর রহমান নামে এক স্বর্ণ ব্যবসায়ী বারগুলো কলকাতায় পৌঁছে দেওয়ার কথা বলেছিলেন।

 

 

সূত্র: রাইজিংবিডি