শুক্রবার , ১৪ জুলাই ২০১৭ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে ১৪ চুক্তি-স্মারক সই

Paris
জুলাই ১৪, ২০১৭ ১:৫৮ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফররত শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মাইথ্রিপালা সিরিসেনার বৈঠকের পর দুই দেশের মধ্যে একটি চুক্তি এবং ১৩টি সমঝোতা স্মারক সই হয়েছে। শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে দুই নেতার উপস্থিতিতে এসব চুক্তি ও স্মারক সই হয়। চুক্তি-স্মারকে সই করেন দুই দেশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে সকাল ৯টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন সিরিসেনা। কার্যালয়ের টাইগার গেটে তাকে ফুল দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী।

এসময় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, সিনিয়র সচিব সুরাইয়া বেগম, প্রেস সচিব ইহসানুল করিমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিতি ছিলেন। এরপর ১০টা  ৫ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল হলে একান্ত বৈঠকে বসেন শেখ হাসিনা ও সিরিসেনা। সে বৈঠকের পর ১০টা ৩০ মিনিটে দুই নেতা চামেলী হলে বসেন দ্বিপক্ষীয় বৈঠকে।

দুটি বৈঠকেই শেখ হাসিনা ও সিরিসেনা বাণিজ্য ও বিনিয়োগ, কৃষি, উপকূলীয় জাহাজ চলাচল, শিক্ষা, আইসিটি এবং ভিসা সম্পর্কিত বিষয়সহ দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন বলে জানা গেছে। এরপর দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয় এই সমঝোতা স্মারক ও চুক্তিগুলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি বৃহস্পতিবার ঢাকায় আসেন।

সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - জাতীয়