পাকিস্তানকে ২০২০ বিশ্বকাপ জয়ের পথ দেখালেন আকমল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটসম্যান কামরান আকমল দৃঢ়ভাবে বিশ্বাস করেন, যদি জাতীয় দল আগাম পরিকল্পনা করে, তা হলে তারা ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারে।

খুব কাছাকাছি গিয়েও ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে পারেনি পাকিস্তান। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করার প্রত্যাশা করছেন তারা। কারণ বর্তমানে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে শীর্ষে আছে দলটি।

ক্রিকেট প্যাক প্যাশনকে আকমল বলেন, আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রাখতে হবে। এ মেগা ইভেন্টের আগেই আমাদের সঠিক পরিকল্পনা হাতে নিতে হবে। দক্ষতার সঙ্গে সেটি বাস্তবায়ন করতে হবে। যেটি ২০১৫ ও ২০১৯ একদিনের বিশ্বকাপে ছিল না। কার্যত বিশ্বকাপে সফল দল এবং আমাদের মধ্যে এখানেই পার্থক্য।

২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়ায়। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের শোপিস ইভেন্টের পর্দা উঠবে ৮ অক্টোবর। ১৫ নভেম্বর শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়ে তা নামবে।