পর্তুগালের কোচ হওয়াটা ঠিক হবে? প্রশ্ন মরিনহোর

তার নামের সঙ্গে অনেক আগেই ‘দ্য স্পেশাল ওয়ান’ তকমা যুক্ত হয়ে গেছে। ২০ বছর ধরে কোচিং করিয়েছেন বেনফিকা, পোর্তো, চেলসি, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেডে। ক্লাব ফুটবল কোচিংয়ের অভিজ্ঞতায় সমৃদ্ধ পর্তুগিজ কোচ হোসে মরিনহোর ইচ্ছা আছে কোনো একটি জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করা। সেটা হতে পারে তার নিজের দেশ পর্তুগালের। তবে নিজ দেশ বলেই দায়িত্ব নেওয়াটা ঠিক হবে কিনা বুঝতে পারছেন না এই হাই প্রোফাইল কোচ।

ইউরোপা লিগে টটেনহ্যামের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মরিনহো বলেন, ‘হ্যাঁ, আমি যেকোনো একটি জাতীয় দলের কোচ হতে চাই। বিশ্বকাপ কিংবা ইউরো চ্যাম্পিয়নশিপের অভিজ্ঞতা নিতে চাই। তবে পর্তুগালের কোচ হতে চাই কিনা বলতে পারছি না। কোনো সন্দেহ নেই পর্তুগাল আমার দেশ, এই দেশের জাতীয় দল আমার হৃদয়ে। কিন্তু যে দেশে আপনার জন্ম, সে দেশের কোচ হওয়াটা ঠিক হবে কিনা, তা নিয়ে আমি নিশ্চিত নই।’

মরিনহোর বয়স এখন ৫৭। অভিজ্ঞতার ঝুলি তার পরিপূর্ণ। যো কোনো দলই তাকে কোচ হিসেবে পেতে চাইবে। খুব শৈল্পিক ফুটবল খেলার ছক কষা নিয়ে অবশ্য তার সুনাম নেই, কিন্তু কার্যকর কোচ হিসেবে তিনি যথেষ্টই সমাদৃত। তাই জাতীয় দলের কোচ হওয়া তার জন্য অসম্ভব কিছু নয়। এই অভিজ্ঞতাই তাকে কোনো জাতীয় দলের কোচ বানিয়ে দেবে উল্লেখ করে মরিনহো বলেন, ‘আমার ২০ বছরের অভিজ্ঞতা। অনেকগুলো দলের দায়িত্ব সামলেছি। আমার মতো এক দলের দায়িত্ব আর কোন কোচ সামলেছেন?’

 

সূত্রঃ কালের কণ্ঠ