বুধবার , ১৬ ফেব্রুয়ারি ২০২২ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পরিবার তৈরি সবচেয়ে গুরুত্বপূণ: অভিনেত্রী নুসরাত

Paris
ফেব্রুয়ারি ১৬, ২০২২ ১১:১৭ পূর্বাহ্ণ

বিতর্ক পিছু ছাড়ে না টালিউডের জুটি যশ-নুসরতের, প্রায় সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তারা। ঈশানকে ঘিরেই এখন তাদের জীবন। দুজনেই খুব খুশি।

তবে এখনও একটি প্রশ্ন অনুরাগীদের মনে ঘোরাফেরা করে, কবে বিয়ে করলেন নুসরত-যশ।

যশের জন্মদিনে নুসরাতের উপহার দেওয়া কেকের ওপরে ‘হাসবেন্ড’ লেখা, এর পর থেকেই শুরু হয় আলোচনা। এতদিন পর্যন্ত এ বিষয়ে মুখ খোলেননি নুসরাত।

ভালোবাসা দিবস উপলক্ষ্যে ভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজের প্রথমবার একসঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন যশ-নুসরত। আর সেখানে এই প্রশ্ন করা হয় নুসরাতকে।

উত্তরে তিনি জানান, ‘এ প্রশ্নই ফিরে ফিরে আসে, একটা সময় প্রশ্ন ছিল— আমার বাচ্চার বাবা কে? সেটি জানার পর এই প্রশ্ন বিয়ে করেছ কিনা? বিয়ে করলেই কি চিৎকার করে বলতে হবে করেছি? তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ পরিবার।

তিনি বলেন, আমাদের সন্তান আছে, আমরা এক পরিবার, এবার পরিবার তৈরির রীতি সবারই জানা। সেটিই তো প্রমাণ করে বিয়ে করেছি কিনা। প্রত্যেকে ঠিক যেভাবে পরিবার তৈরি করে, আমরাও সেভাবেই তৈরি করেছি। আশা করি সবাই বুঝবে। আমি সিঁদুরও পরি, কেন পরব না? আমরা একই ট্র্যাডিশন মেনেছি, শুধু ট্রেন্ড বদলেছি, এটুকুই।’

প্রসঙ্গত প্রেম দিবসেই নুসরাত ও যশ একে অপরকে বিশেষ দিনের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়া একটি ভিডিও পোস্ট করেন, যেখানে রাজস্থান ট্রিপেই নুসরতাকে সিঁদুর পরে দেখা যায়। এ নিয়ে শুরু হয়েছে সমালোচনা। এ বিতর্কের মাঝে তারা ক্লাউড নাইনে,  সংসার করছেন দুজন।

 

সূত্রঃ যুগান্তর

সর্বশেষ - বিনোদন