রবিবার , ৬ অক্টোবর ২০১৯ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পদ্মার রুপ ।।

নিউজ ডেস্ক
অক্টোবর ৬, ২০১৯ ১১:৫১ পূর্বাহ্ণ

মুকতার আলী

পদ্মার বাঁকে মানুষ ঝাঁকে ঝাঁকে দেখতে এসেছে তার রুপ,

সকালের সোনালি রোদসন্ধায় দিয়েছে বুঝি ডুব।

ছোট ছোট না’ য়ে উড়ছে রঙিন সব পাল,

বৈঠা ধরেছে কেউ মাঝি ধরেছে তার হাল।

দুর হতে কচুঁরি পানা ঢেউ এ ঢেউ এ আসে,

ভাসি এক কিনারে দেখি পদ্ম ফুটেছে রাশি রাশি।

ভরাযৌবন প্রফুল্য মণ উদাস করা পুবালি বাতাসে,

এই তীরে বসি ঐ তীর দেখি নীল আকাশে মিশেছে।

ভিড় করছে জেলেরা সব জীবনের বাস্তবতার টানে,

মুখরিত তারই দু কুল সাদা কাঁশফুলের গানে।

সন্ধার পরে সবে ফিরে ঘরে ফিরেনা স্বপ্নের আঁখি,

নদী বয় স্তব্ধতায় সাথে থাকে রাতের পাখি।

যে নয়ন দেখেনি কভু এ অপরুপ রুপের দৃশ্য,

অন্ধ রয়েছে সে জন লাভ নেই দেখে সারা বিশ্ব।।

সর্বশেষ - রাজশাহীর খবর