উত্তরপ্রদেশে অজানা জ্বরে আতঙ্ক, ১৫ দিনে ৫২ শিশুর মৃত্যু

ভারতের উত্তরপ্রদেশে অজানা জ্বরের প্রভাব ব্যাপক হারে বেড়েছে। গত সোমবার ফিরোজাবাদ মেডিক্যাল কলেজ পরিদর্শনের সময় একটি শিশুকে দেখতে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ।

জানা গেছে, গতকাল বুধবার সেই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে গত ১৫ দিনে ৫২ জন শিশুর প্রাণ গেল অজানা জ্বরে।

ফিরোজাবাদ মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল সঙ্গীতা আনেজা এ ব্যাপারে বলেন, বর্তমানে হাসপাতালে ২৪০ জন শিশু ভর্তি আছে। সবাই ডায়রিয়া ও বমির উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল।

হাসপাতালের চিকিৎসকেরা বলছেন, ভর্তি হওয়া ওই শিশুদের মধ্যে ডেঙ্গু ও ম্যালেরিয়ার উপসর্গ রয়েছে। তবে কারো করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েনি।

অজানা জ্বরে আক্রান্ত শিশুদের রক্তে প্লাটিলেটের অভাব রয়েছে। পাশাপাশি ব্যাপক জ্বর আছে তাদের। এতো শিশু একসঙ্গে অজানা জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হওয়ায় ফিরোজাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে জায়গার অভাব দেখা দিয়েছে।

ওই হাসপাতালের কর্মীরা বলছেন, প্রতি ঘণ্টায় ৮ থেকে ১০ জন শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে। ফলে হাসপাতালে বেডের চরম সঙ্কট দেখা দিয়েছে। আলাদা ওয়ার্ড করেও পরিস্থিতি সামলানো যাচ্ছে না।

 

সূত্রঃ কালের কণ্ঠ