পদ্মাপাড়ের পরিবেশ রক্ষা ও দর্শনার্থীদের নিরাপত্তায় বসানো হবে পুলিশ ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর পদ্মাপাড়ের লালনশাহ পার্ক হতে হযরত শাহ মখদুম রূপোষ (রহ:) মাজার শরীফের সামনে হয়ে পদ্মাগার্ডেন পর্যন্ত এলাকার পরিবেশ রক্ষা ও দর্শনার্থীদের নিরাপত্তায় পুলিশ ক্যাম্প বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৫জন পুলিশ সদস্য নিয়ে আগামী সোমবার থেকে লালনশাহ পার্কের ভেতরে অস্থায়ী পুলিশ ক্যাম্প চালু হবে। পরবর্তীতে সেখানে স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে।

বৃহস্পতিবার(১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে আরএমপি‘র পুলিশ কর্মকর্তাদের সাথে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

উক্ত সভায় আরএমপি‘র উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো.সাজিদ হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো. তৌহিদুল আরিফ, বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিবারণ চন্দ্র বর্মণ অংশ নেন।

এছাড়া সিটি কর্পোরেশনের পক্ষে উপস্থিত ছিলেন-রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. আনোয়ার হোসেন আনার, প্রকল্পের ইঞ্জিনিয়ারিং এডভাইজার মো. আশরাফুল হক, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার প্রমুখ।

জেএ/এফ