পত্নীতলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইস্যুতে মতবিনিময় সভা অনুষ্ঠিত


পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায়  সরকারি কর্মকর্তা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দ নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৯ মার্চ )বেলা ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংগঠন বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) দাতা সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে বাস্তবায়নাধীন “ডিগনিটি এন্ড লিডারশীপ ডেভেলপমেন্ট অব ইথনিক মাইনোরিটি প্রজেক্টে”র অধীনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বিএসডিও’র কর্মসূচী সমন্বয়কারী আতাউর রহমানের সঞ্চালনায় ও সাবেক ইউপি সদস্য দিনোমনি তিগ্যার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের অগ্রগতি উপস্থাপন করেন প্রজেক্ট কো-অর্ডিনেটর আবু হেনা মোহাম্মদ ফিরোজ।

উপস্থাপন শেষে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন উপকারভোগি মোমেনা এক্কা, সাগর কেরকেটা, কিশোরী দলের সভাপতি উর্মিলা লাকড়া, পারগানা নেতা আনন্দ হেমরম।

এরপর বক্তব্য রাখেন -উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: খালিদ সাইফুল্লাহ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা:রাফী ফয়সাল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম, সমাজসেবা অফিসার সুলতান আহমেদ, যুব উন্নয়ন অফিসার আলম আলী প্রমুখ।

অতিথিবৃন্দ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে বিএসডিও গৃহিত কর্মকান্ডের প্রশংসা করেন এবং মাঠ পর্যায়ে কর্মকান্ড বাস্তবায়নের ক্ষেত্রে সার্বিক সহায়তা আশ্বাস প্রদান করেন।

স/জে