পঞ্চম বছরে দেশীয় সামাজিক মাধ্যম বেশতো

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পঞ্চম বছরে পা রাখলো দেশের ও বাংলা ভাষার প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যম বেশতো। ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বেশতো।

বেশতোতে জোকস, খবর, শপিং, বেশতোর নিজস্ব কার্টুন চরিত্র ‘বেশটুন’, কনটেন্ট ভোটিংসহ নানা  ফিচার যুক্ত রয়েছে। সাইটটির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে দেশীয় সংস্কৃতি ও জীবনযাত্রার নিজস্বতা তুলে ধরা। এটি করতে ‘বেশতো’ বিভিন্ন দেশীয় উৎসব বা দেশে ঘটা গুরুত্বপূর্ণ ইভেন্ট উপলক্ষে বিভিন্ন আয়োজন করে থাকে।

বেশতোর সহ-প্রতিষ্ঠাতা ও বিডিজবস ডটকমের প্রধান নির্বাহী ফাহিম মাশরুর টেকশহরডটকমকে বলেন, বর্তমানে বেশতোতে ৫০ হাজারের অধিক নিবন্ধিত ব্যবহারকারী রয়েছেন। প্রতিদিন ১০ হাজারের অধিক ভিজিটর আসেন সামাজিক মাধ্যমটিতে।

তিনি আরও বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি ইয়াহু অ্যান্সারের মত প্রশ্ন-উত্তর ফিচার দিকে নজর দিয়েছে বেশতো। যেন ব্যবহারকারীরা প্রতিদিনকার জীবনের নানা প্রশ্নের উত্তর বাংলায় খুঁজে পায়। আগামী দিনগুলোতে বেশতো আরও নানা ধরনের নতুন কনটেন্ট ও সেবা নিয়ে আসার জন্য কাজ করছে।

উল্লেখ্য বেশতো ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা করলেও ২০১২ সালে বেটা সংস্করণ চালু হয়েছিল এটির।

সূত্র : টেকশহর