বুধবার , ১ মার্চ ২০১৭ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পুঠিয়ায় শিশু নির্যাতনের ঘটনায় পরিবহনের সুপারভাইজার গ্রেফতার

Paris
মার্চ ১, ২০১৭ ১২:২৮ অপরাহ্ণ

পুঠিয়া প্রতিনিধিঃ

রাজশাহীর পুঠিয়ায় ট্রাকের সঙ্গে বেঁধে শিশু নির্যাতনের ঘটনায় বিপি পরিবহনের সুপারভাইজার জুলমত আলীকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। সে চারঘাট উপজেলার শিবপুর গ্রামের মৃত তমেজ আলীর ছেলে।

গ্রেপ্তারকৃত জুলমত আলী শিশু নাজমুল হক (১২) নির্যাতনের মামলার ৫ নম্বর আসামী। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) এসআই রইচ উদ্দিন জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে জুলমত আলীর নিজ বাড়ি শিবপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

সে শিশু নাজমুল হক নির্যাতনের মামলার ৫নম্বর আসামী এবং বিপি পরিবহনের সুপারভইজার। পুঠিয়া থানার ওসি (তদন্ত) রাকিবুল হাসান জানান, গ্রেপ্তারকৃত আসামীকে বুধবারে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

 

উল্লেখ্য যে গত ২১ ফেব্রুয়ারী ভোর রাতে শিশু নাজমুল হককে ট্রাকের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। পরে ঐ দিন রাতেই শিশুটির বাবা বাদী হয়ে ৫জনকে আসামী করে পুঠিয়া থানায় শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

স/তা

সর্বশেষ - রাজশাহীর খবর