ন্যাশনাল ট্রাভেলসের যাত্রীরা রক্ষা পেল মৃত্যুকূপ থেকে

গোদাগাড়ী প্রতিনিধি:
তখন সকাল ৭ টা। গোদাগাড়ী উপজেলার বাসুদেব পুর ইউনিয়নের অভয়া ব্রীজ
ন্যাশনাল পরিবহনের একটি যাত্রীবাহী বাস। বাসের চালক নিয়ন্তন হারিয়ে ব্রীজের সাইড রেলিং ধাকা দেয়। আর সে রেলিং ভেঙ্গে আটকে যায় বাসটি। এতে অল্পের জন্যে প্রাণে বাঁচে ২০ যাত্রী। এতে করে প্রায় আড়াই ঘন্টা যানচলাচল বন্ধ ছিলো।
আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে গোদাগাড়ী ট্রাফিক অফিসের টিএসআই মাহবুব আলম সিল্কসিটিনিজকে বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলস ব্রিজে বেধে যায়। যাত্রীবাহী বাসট সকাল ৭ টার দিকে গোদাগাড়ী উপজেলার বাসুদেব পুর ইউনিয়নের অভয়া ব্রীজ অতিক্রম করার সময় ন্যাশনাল পরিবহনের চালক নিয়ন্তন হারিয়ে ব্রীজের সাইড রেলিং ভেঙ্গে আটকিয়ে যায়।
ব্রিজেই নিচেই রয়েছে বিশাল গর্ত ফলে গাড়ীটি রেলিং এ না আটকালে বড় ধরনের হতাহত ও প্রাণনাশের সম্ভাবনা ছিলো নইলে মিলত লাশের সারি। গাড়ীটি মহাসড়কের উপর রোড ব্লক হয়ে যানজটের সৃষ্টি হয়। পরে গাড়িটি উদ্ধার করে গোদাগাড়ী মডেল থানায় নেওয়া হয়েছে।
স/আ