চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছয় জন দগ্ধ

সিল্কসিটিনিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ছয় জন দগ্ধ হয়েছেন। শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে ওই এলাকার বোবা কলোনির পাশে জসিম বিল্ডিং নামে একটি পাঁচ তলা ভবনের নিচ তলায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. আমির এ তথ্য নিশ্চিত করেছেন।

দগ্ধ ছয়জন হলেন- আবুল কালাম (৬০), রিয়াজ (৩০), মো. ইউসুফ (৩০) ও তার বোন জাহেদা বেগম (১৮), মুক্তা বেগম (১৭) এবং ভবনের সিকিউরিটি গার্ড সেন্টু হাওলাদার (৩৫)। তারা সবাই ওই ভবনের নিচ তলার বাসিন্দা ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

নায়েক মো. আমির  বলেন, ‘রাতে অগ্নিদগ্ধ ছয় ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই নগরীর ইপিজেড এলাকার একটি ভবনের নিচতলার বাসিন্দা ছিলেন।’

তিনি আরও  বলেন, ‘বাসার বাসিন্দাদের ব্যবহারের জন্য ওই ভবনের নিচ তলার একটি কক্ষে রাখা সিলিন্ডার বিস্ফোরিত হলে পাশের কক্ষগুলোতে আগুন ধরে যায়। অগ্নিকাণ্ডে তারা ছয় জন দগ্ধ হন।’

সূত্র: বাংলা ট্রিবিউন