নোয়াখালীতে পুলিশের অভিযান, হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৬

নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি ও মাদক কারবারিসহ মোট ৬ জনকে আটক গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার বিকাল পর্যন্ত জেলার বেগমগঞ্জ, সেনবাগ, চরজব্বর ও কবিরহাট উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

নোয়াখালী ডিবি পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে জেলার সেনবাগ উপজেলার বাতাকান্দি আদর্শ স্কুলের সামনে থেকে হত্যা মামলার আসামি মোজাম্মেল হোসেন সিহাব (২০) ও মো. সাহাদাত হোসেন বাদশাকে (২০) গ্রেপ্তার করা হয়। একই দিন কবিরহাট থানা এলাকা থেকে একটি মামলার পলাতক আসামি ডাকাত মিজানুর রহমান ওরফে কানা মিজানকে (৩০) আটক করা হয়।

নোয়াখালীর পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নোয়াখালী গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, আটক সকল  আসামিদের গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে সোপর্দ করা হবে।

এর আগে বৃহস্পতিবার রাতে বেগমগঞ্জ ও সুবর্ণচর উপজেলায় অভিযান চালিয়ে মাদক কারবারি মো. দেলোয়ার হোসেনকে (৪৩) ৪০ পিস ইয়াবা, মো. রহিম উদ্দিন মিলনকে (৪২) ১০০ গ্রাম গাঁজা এবং মাদক কারবারিদের সহযোগী আমির হোসেন পারভেজকে (২১) আটক করা হয়।

সূত্রঃ কালের কণ্ঠ