নেত্রকোনায় দু’দিনব্যাপী শাহ আব্দুল করিম উৎসব

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্ম শতবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় দু’দিনব্যাপী ‘শাহ আব্দুল করিম উৎসব উৎসবে’র আয়োজন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৮ জুলাই) শাহ আব্দুল করিম জন্ম শতবার্ষিকী উদযাপন জাতীয় পর্ষদের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, শুক্রবার ও শনিবার (২৯-৩০ জুলাই) মোক্তারপাড়ায় জেলা পাবলিক হল মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হবে।

 

পর্ষদের আহবায়ক আ ফ ম রফিকুল ইসলাম খান আপেল জানান, শুক্রবার বিকেলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত থাকবেন শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন, আওয়ামী লীগ নেতা শফি আহমেদ ও জেলা পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী।

 

১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ধলই গ্রামে জন্মগ্রহণ করেন শাহ আব্দুল করিম। জীবদ্দশায় দেড় হাজারেরও বেশি গান রচনা করেছেন তিনি।

সূত্র: বাংলা নিউজ