‘নেইমার একা কি করবে?’

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে পরাজিত হবার পর হতাশ পিএসজির কোচ থমাস টুখেল তার ৪০০ মিলিয়ন ইউরোর দুই স্ট্রাইকার নেইমার ও কিলিয়ান এমবাপ্পের পক্ষেই কথা বলেছেন। এই প্রতিযোগিতার শিরোপা জয়ের লক্ষে ২০১৭ সালে পিএসজির কাতারী মালিক নেইমার ও এমবাপ্পের জন্য ৪০২ মিলিয়ন ইউরো ব্যয় করেছিলেন। কিন্তু জার্মান জায়ান্টদের ষষ্ঠ ইউরোপীয়ান শিরোপা জয়ের পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি বিশ্বের এই ব্যয়বহুল ফরোয়ার্ড।

বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার নেইমার হলুদ কার্ড পেয়ে ম্যাচ শেষ করেছেন। শেষ বাঁশি বাজার সাথে সাথে কান্নায় ভেঙ্গে পড়েন এই ব্রাজিলিয়ান তারকা। ম্যাচ শেষে টুখেল বলেছেন, ‘আমরা নেইমার ও এমবাপ্পের কাছ থেকে গোল চাই। কিন্তু সব সময়ই সেটা সম্ভব হবে এমন আশা করাও ঠিক না। আমি সত্যিই গর্বিত। কারণ নেইমার তার মানসিকতার প্রমাণ দিয়েছে। পুরো ম্যাচেই সে সমান তালে খেলেছে। কিলিয়ানের জন্য ম্যাচটা কিছুটা হলেও কঠিন ছিল। কারণ সবাই জানে সে ইনজুরিতে ভুগছে। বেশ কয়েকটি অনুশীলনে সে অনুপস্থিত ছিল। পুরো ম্যাচে যে সে আমাদের সাথে ছিল এটাই আশ্চর্যের বিষয়।’

বিরতির ঠিক আগে এমবাপ্পে গোলের দারুন সুযোগ পেয়েছিলেন। কিন্তু তার শটটি সরাসরি গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের হাতে জমা পড়ে। দ্বিতীয়ার্ধে ম্যাচের জয়সূচক গোলটি করেছেন কিংসলে কোম্যান। এই পিএসজি থেকেই যার ক্যারিয়ার শুরু হয়েছিল। টুখেল বলেন, ‘আমি মনে করি প্রথম গোলটি যদি আমরা করতে পারতাম তবে আমরাই ১-০ গোলে ম্যাচটি জিতে নিতাম। আমি সবসময়ই মনে করি প্রথম গোলই এই ধরনের ফাইনালে ভাগ্য গড়ে দেয়। আমাদের এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে।’

তবে নতুন মৌসুমে পিএসজির বস হিসেবে তিনি থাকবেন কিনা এমন প্রশ্নের উত্তরে টুখেল বলেছেন, ‘এখনো ক্লাবের সাথে আমার চুক্তি রয়েছে। তবে জানি না ভবিষ্যতে কি হতে যাচ্ছে।’

পিএসজি মালিক নাসের আল খেলাইফি বলেছেন, ‘আমি আমার খেলোয়াড়দের নিয়ে গর্বিত। দারুণ এক মৌসুম কাটিয়েছি, দারুণ টুর্নামেন্ট খেললাম। কেউ ভাবেনি আমরা ফাইনাল খেলব। জেতার খুব কাছাকাছি ছিলাম কিন্তু এটাই ফুটবল। আগামী মৌসুমে আবার চ্যাম্পিয়নস লিগ জেতার চেষ্টা করব, কারণ এটাই আমাদের লক্ষ্য।’

 

সূত্রঃ কালের কণ্ঠ