নীলাম্বরী।।শাহিদা আমিন সারা

তুমি বলেছিলে তাই,
নীল শাড়ি-নীল চুড়ি,
জড়িয়েছে ভালোবেসে,
আমি সিক্ত নীলাম্বরী।

কপালে নীল টিপ,
কাজল কালো আঁখি,
তোমার দেয়া স্মৃতিগুলো
যতনে তুলে রাখি।

তুমি নেই-
আঙ্গুলটা ধরতে বলবে না জানি,
চুলটা সরিয়ে দেখবে না কেউ,
আমার মুখখানি।

তোমাকে ভাবছি বসে
দু’চোখে জল ভরি,
আঁধার পথে যাত্রা আমার,
আমি নীলাম্বরী।।

 

শাহিদা আমিন সারা
মাস্টার্স শেষ বর্ষ
চারুকলা বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়