বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২০ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নিসচা’র রাজশাহী জেলা কমিটি ঘোষণা

Paris
ফেব্রুয়ারি ১৩, ২০২০ ১:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ২০২০-২০২১ মেয়াদের রাজশাহী জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন স্বাক্ষরিত এ কমিটিতে রয়েছে ১১ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ, ১৯ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ, ২০ সদস্যবিশিষ্ট কার্যকরী সদস্য এবং ৬২ সদস্যবিশিষ্ট সাধারণ সদস্য।

কার্যকরী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন এ্যাড. তৌফিক আহসান টিটু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুলতান মাহমুদ সুমন।

উপদেষ্টা পরিষদে রয়েছেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র  এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, অধ্যাপক ড. চৌধুরী সারওয়ার জাহান, অধ্যাপক ড. আব্দুল মতিন তালুকদার, রাজশাহী চেস্বার অব কমার্সের সভাপতি মোঃ মনিরুজ্জামান, বারিন্দ মেডিকেল কলেজের এম.ডি.মোঃ শামসুদ্দিন, আমিনা ক্লিনিকের পরিচালক ডাঃ আব্দুল মান্নান,  এ্যাড. জানে আলম, অধ্যাপক ডাঃ একেএম মনোয়ারুল ইসলাম ও  রবিউল ইসলাম রবি।

কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দের মধ্যে রয়েছেন, মোহাম্মদ ওয়ালিউর রহমান বাবু (সহ-সভাপতি),  রেজাউল করিম টুটুল (সহ-সাধারণ সম্পাদক), মোঃ বজলুর রশিদ লিটন (অর্থ সম্পাদক), ডাঃ আমানুল্লাহ আবিদ (সাংগঠনিক সম্পাদক), একরামুল হক বাচ্চু (গবেষনা বিষয়ক সম্পাদক), জাহেদুল ইসলাম (দপ্তর সম্পাদক), সুলতান উদ্দিন রাসু (প্রচার সম্পাদক), প্রকৌঃ জুনায়েদ আহমেদ (প্রকাশনা সম্পাদক), এ্যাড. শাহীন কবির (আইন বিষয়ক সম্পাদক), তাছলিমা আক্তার মনি (মহিলা বিষয়ক সম্পাদক), আব্দুল ওয়াহাব (যুব বিষয়ক সম্পাদক), মুন্সি আবুল কালাম আজাদ (সংস্কৃতি সম্পাদক) সহ আরও অনেকে।

 

সর্বশেষ - রাজশাহীর খবর