‘নিরাফাত আনাম মেমোরিয়াল ইনক্লুশন অ্যাওয়ার্ডে’ ভূষিত ফজলে হাসান আবেদ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

 

ব্র্যাক এর প্রয়াত প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদকে ‘নিরাফাত আনাম মেমোরিয়াল ইনক্লুশন অ্যাওয়ার্ড ২০১৯’ প্রদান করা হয়েছে। বাংলাদেশে প্রতিবন্ধী, নৃগোষ্ঠী ও আর্থ-সামাজিকভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে জীবনের প্রতিটি ক্ষেত্রে একীভূতকরণে অপরিসীম অবদানের জন্য তাকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ব্র্যাক সেন্টারে এশিয়ান সেন্টার ফর ইনক্লুসিভ এডুকেশন (এসিআইই) বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে এ পদক প্রদান করা হয়।

স্যার ফজলে হাসান আবেদের পক্ষে ব্র্যাক এর নির্বাহী পরিচালক আসিফ সালেহ পদক প্রহণ করেন। আন্তর্জাতিক একীভূত কর্মী মনসুর আহমেদ চৌধুরী পদক তুলে দেন ৪র্থ বারের মতো এ পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে এসিআইই’র বিভিন্ন প্রকাশনা ও একটি ছাত্র বৃত্তির চেকও হস্তান্তর করা হয়।

এসিআইই এশিয়ার বিভিন্ন সদস্যভুক্ত দেশের সুবিধাবঞ্চিত শিশুদের মানসম্মত শিক্ষার নিশ্চিতকরণের লক্ষ্যে প্রতিষ্ঠিত। সদস্য দেশগুলোর মধ্যে বাংলাদেশ, ভারত, চীন, জাপান, পাকিস্তান উল্লেখযোগ্য। এশিয়ার বাইরের অন্যান্য দেশ যেমন, যুক্তরাজ্য, কানাডা, নিউজিল্যান্ড এবং আমেরিকার শিক্ষাবিদ ও গবেষকগণও এই সংস্থার সদস্য।

 

সূত্র: কালেরকন্ঠ