নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, চর ও নিম্নাঞ্চল প্লাবিত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে জোয়াারের পানিতে বরগুনার নিম্নাঞ্চল ও চর এলাকা তলিয়ে গেছে। বেড়িবাঁধের বাহিরে অবস্থিত বসতঘর, আবাসন ও আশ্রয়নের বাসিন্দারা ভাসছে জোয়াারের পানিতে।

বরগুনা জেলার তালতলী ও পাথরঘাটায় যে সকল এলাকায় বেড়িবাঁধ ভাঙা অবস্থায় রয়েছে ওই সকল এলাকায় জোয়ার আর বৃষ্টির পানিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

বরগুনার-বড়ইতলা এবং বরগুনার পুরাঘাটা-আমতলী ফেরীর গ্যাংওয়ে জোয়ারের পানিতে ডুবে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। বৃষ্টির পানিতে বরগুনা পৌরসভার চরকলোনী হামিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষসহ বেশ কয়েকটি বিদ্যালয়ের শ্রেণি কক্ষ পানিতে তলিয়ে গেছে। এ অবস্থায় সেখানে চলছে শিক্ষার্থীদের পাঠদান।

পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্যমতে, গতকাল সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৭.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে জেলার ৩টি নদী-বিষখালী, বুড়ীশ্বর ও বলেশ্বরে জোয়ারের পানি স্বাভাবিক অবস্থার চেয়ে ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন