নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকতায় পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষের উপস্থিতিতে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বেলোজিনা পার্টি হলে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল নবনির্বাচিত কমিটির পরিচিতি, সম্মাননা প্রদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রেসক্লাবের নবনির্বাচিত এবং বিদায়ী সভাপতি ডা. ওয়াজেদ এ. খানের সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক শিবলী চৌধুরী কায়েস, সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম ও সাদিয়া খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে ছিলেন প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার মনজুর আহমেদ, সদস্য আনোয়ার হোসাইন মঞ্জু, মঈনুদ্দীন নাসের, উপদেষ্টা নিনি ওয়াহেদ, সাবেক সভাপতি মাহবুবুর রহমান, ডা. চৌধুরী সরওয়ারুল হাসান, আবু তাহের, কুইন্স ডেমোক্রেটিক পার্টির নেতা অ্যাটর্নি মঈন চৌধুরী, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের ফার্স্ট সেক্রেটারি শামীম হোসেন, শিল্পপতি জহিরুল ইসলাম।নব নির্বাচিত কমিটির কর্মকর্তারা হলেন, সভাপতি ডা. ওয়াজেদ এ খান, সহ-সভাপতি হাবিব রহমান, সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলমগীর সরকার, অর্থ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার, সাংগঠনিক সম্পাদক রশীদ আহমদ, প্রচার সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরু, কার্যকরী সদস্য শেখ সিরাজুল ইসলাম, এবিএম সালাউদ্দিন আহমেদ, শিবলী চৌধুরী কায়েস, হাসানুজ্জামান সাকী ও মোহাম্মদ সোলায়মান।FB_IMG_1577640124340

অনুষ্ঠানে বক্তব্য দেন সাংবাদিক হাবিব রহমান, এবিএম সালেহ আহমেদ, নাজমুল আহসান, কাজী শামসুল হক, মোহাম্মদ সাঈদ, রতন তালুকদার, মুশফিকুল ফজল আনসারি, সাখাওয়াত হোসেন সেলিম, শাহাব উদ্দিন সাগর, জয়নাল আবেদীন, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ, মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, মূলধারার রাজনীতিবিদ জয় চৌধুরী, বাংলাদেশ সোসাইটির নির্বাচনে সভাপতি প্রার্থী আব্দুর রব মিয়া, বাংলাদেশ সোসাইটির নির্বাচনে সভাপতি প্রার্থী কাজী আশরাফ হোসেন নয়ন, বিপার এ্যানি ফেরদৌস, জসীম উদ্দিন ভূইয়া, নাসির আলী খান পল, উৎসব ডটকমের ম্যানেজার সাঈদ এ আল আমিন, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম হাওলাদার প্রমুখ।FB_IMG_1577656806333বক্তরা বলেন, সাংবাদিকেদের কোন রকম অন্যায় বা মিথ্যার সাথে আপোষ করা যাবে না, সাদা কে সাদা বলে প্রকাশ করা তথা সদা সর্বদা সত্য প্রকাশ করতে হবে।20191228_235058

তারা বলেন, নিউয়ার্কের প্রেস ক্লাবে তখনই স্বার্থক হবে, যখন বাংলাদেশে স্বাধীনভাবে সাংবাদিকতা করা সম্ভব হবে। সেই প্ল্যাট ফর্ম তৈরিতে প্রবাসী সাংবাদিকদের কাজ করে যেতে হবে।FB_IMG_1577603990253সাংবাদিক হাসানুজ্জাসান সাকীর উপস্থাপনায় অনুষ্ঠানে ফজলে রশিদ সম্মাননা প্রদান করা হয় সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি প্রবীণ সাংবাদিক মাহবুবুর রহমানকে।FB_IMG_1577625647918 পুনরায় নির্বাচিত সভাপতি ডা. ওয়াজেদ এ খান সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রাখার আহবান জানান। অনুষ্ঠানের শেষ পর্বে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব ও রোকসানা মির্জা।