নারী বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে ফারজানার হাফসেঞ্চুরি

নারী বিশ্বকাপে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে হানা দিয়েছে বৃষ্টি। ৪ ঘণ্টা দেরিতে শুরু হয়েছে ম্যাচটি। বাংলাদেশ সময় সোমবার (৭ মার্চ) ভোর ৪টায় ম্যাচ শুরু হওয়ায় কথা থাকলেও খেলা শুরু হয় ৮টা ৫ মিনিটে।

নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে বাংলাদেশ। পাওয়ার প্লের প্রথম ৫ ওভারে ৪২ রান করে কোনো উইকেট না হারিয়ে। শারমিন সুলতানা ও ফারজানা হকের উদ্বোধনী জুটি দলকে এনে দেয় ৫৯ রানের সংগ্রহ। তারপরই ভাঙে এই জুটি। শারমিন ৩৩ রান করেন। ফারজানা একপ্রান্ত আগলে রেখে ৬০ বলে হাফ সেঞ্চুরি করেন। তবে নিজের ইনিংসা লম্বা করতে পারেননি তিনি। বিদায় নেন ৫২ রানে। ফ্রান্সেস ম্যাককের সরাসরি থ্রোয়ে রান আউট হন ফারজানা।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন