কিয়েভে সর্বাত্মক হামলার প্রস্তুতি নিয়েছে রুশ বাহিনী, দাবি ইউক্রেনের

রাজধানী কিয়েভে সর্বাত্মক হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ বাহিনী- এমন দাবি করেছে ইউক্রেন কর্তৃপক্ষ।

ইউক্রেন সেনাবাহিনীর জেনারেল স্টাফের দাবি, রুশ বাহিনী শহরটিতে আক্রমণের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে। ট্যাঙ্ক এবং মোটরচালিত পদাতিক ইউনিটগুলো এরই মধ্যে কিয়েভের প্রতিবেশি শহর ইরপিনের দিকে অগ্রসর হচ্ছে।

তাদের দাবি, রাশিয়ান কমান্ডাররা তাদের বাহিনীকে পরিত্যক্ত চেরনোবিল অঞ্চলের মধ্য দিয়ে বেলারুশ থেকে পাঠানো জ্বালানি সরবরাহ করছে।

এছাড়াও ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ান সামরিক বাহিনী পূর্বাঞ্চলীয় শহর খারকিভ, চেরনিহিভ, সুমি এবং দক্ষিণের শহর মাইকোলাইভ ঘেরাও করার জন্য আরও জোর প্রচেষ্টা চালাচ্ছে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউরোপের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এরই মধ্যে আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) দ্বাদশতম দিনে প্রবেশ করল রুশ অভিযান। এরই মধ্যে ইউক্রেনের কয়েকটি শহর দখলে নিয়েছে রাশিয়া। অভিযানের এই সময়ে ১৫ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে প্রতিবেশি রাষ্ট্রগুলোতে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন