নারী দিবস উপলক্ষে নগরীতে লফস এর র‌্যালি

নিজস্ব প্রতিবেদক:

”নারী-পুরষ সমতা উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা” স্লোগান নিয়ে সারা বিশ্বের মতো আমাদের দেশেও পালিত হচ্ছে নারী দিবস। দিবসটি উপলক্ষে রাজশাহীতে র‌্যালী করেছে মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস)।

নারীর অধিকার রক্ষায় রাজশাহী অঞ্চলে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে (লফস)। ৮ মার্চ নারী দিবস উপলক্ষ্যে বেসরকারী সংস্থা লফস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ যৌথ আয়োজনে নগরীতে র‌্যালি করে। একই সাথে রাজশাহী’র বেসরকারী সস্থার সমন্বয়ে আয়োজিত মানবনন্ধন কর্মসূচীতে অংশ গ্রহন করে।
নারী দিবসের কর্মসূচীতে লফস এর নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহনাজ পারভীন বক্তব্য রাখেন। তিনি রাজশাহী জেলার সংআদ পত্রে প্রকাশিত নারী নির্যাতন তথ্য তুলে ধরেন। এসময় সংস্থার কর্মকর্তা সহ সেচ্ছাসেবী সদস্যরা উপস্থিত ছিলন।

স/শ