নারীর সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন দুরূহ : প্রধান বিচারপতি

কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তাহীনতা দূর করার আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, নারীর সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন কেবল দুরূহই নয়,  অপ্রত্যাশিতও। সুতরাং আদর্শ নাগরিক হিসেবে মৌলিক দায়বদ্ধতার জায়গা থেকে কর্মক্ষম নারীশক্তির জাগরণের পাশাপাশি তাদের অংশগ্রহণে নিরাপত্তাহীনতা দূর করতে হবে। সামাজিক বাধা-বিপত্তি দূর করতে, নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

আজ মঙ্গলবার বিকেলে আন্তর্জাতিক নারী দিবসের এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধান বিচারপতি।

সুপ্রিম কোর্টের নারী আইনজীবীদের সংগঠন ‘উইমেন লইয়ারস অব বাংলাদেশ সুপ্রিম কোর্ট’ এ অনুষ্ঠানের আয়োজন করে।

ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধে নারীর অংশগ্রহণ, অবদান, ভূমিকা তুলে ধরে প্রধান বিচারপতি বলেন, ‘আমাদের মুক্তিযুদ্ধের মূল প্রতিপাদ্যই ছিল বৈষম্যহীন সমাজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অনন্যসাধারণ সংবিধান উপহার দিয়েছেন তাতে নারীর ন্যায্য অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে। ‘

তিনি বলেন, ‘দেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী। জ্ঞান-বিজ্ঞান, শিক্ষা-স্বাস্থ্য, গবেষণায়, শিল্প-সাহিত্য-শিল্পসহ সমাজের প্রতিটি ক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে নারী। বিশেষ করে দেশের বিচারব্যবস্থায় নারীদের উল্লেখযোগ্য ভূমিকা আমাদের প্রেরণা জুগিয়েছে। আজ বিচার বিভাগে বিচারক ও আইনজীবীদের মধ্যে নারীদের সংখ্যা অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি। ‘

দুর্বৃত্ত, প্রতারকচক্রের কারণে যেসব নারীর প্রবাসযাত্রার স্বপ্ন ভেঙে চুরমার হয়েছে, তৈরি পোশাক শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া যে কিশোরী নিভৃতে নির্যাতনের শিকার হচ্ছে, তাদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান বিচার বিভাগের প্রধান।

আপিল বিভাগের বিচারপতি কৃষ্ণা দেবনাথ এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন আইনজীবী জান্নাতুল ফেরদৌসি রূপা। আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম, হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুনসহ সুপ্রিম কোর্টের আইনজীবীরা এ অনুষ্ঠানে অংশ নেন।

এরপর সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি ও মানুষের জন্য ফাউন্ডেশনের আয়োজনে আরেক আলোচনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান বিচারপতি।

এ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, সারা দেশে এ পর্যন্ত সাত লক্ষ ১৪ হাজার ১১৫ জন ব্যক্তি সরকারি আইনগত সেবা গ্রহণ করেছেন। যার মধ্যে তিন লক্ষ ৩৫ হাজার ৬৯৮ জনই নারী। নারী আইনজীবীদের আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘আশাহত হওয়ার কিছু নাই। দেশ আপনারা নেতৃত্ব দিচ্ছেন। ইনশাআল্লাহ একসময় জুডিশিয়ারিকে আপনারা নেতৃত্ব দেবেন। ‘ আদালত প্রাঙ্গণে আইনগত সহায়তাপ্রত্যাশী, বিচারপ্রার্থী বা কর্মজীবী নারীদের জন্য উপযুক্ত পরিবেশ এবং অবকাঠামোগত উন্নয়নে সার্বক্ষণিক সহযোগিতার আশ্বাসও প্রধান বিচারপতি।

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির সভাপতি বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের সভাপতিত্বে এ  অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

 

সূত্রঃ কালের কণ্ঠ