নানা আয়োজনে রাবিতে ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য’ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, রাবি:
‘কর্মস্থলে মানসিক স্বাস্থ্য’ প্রতিপাদ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পালিত হয়েছে ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য’ দিবস। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের আয়োজনে দ্বিতীয় বিজ্ঞান ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিভাগের সামনে এসে শেষ হয়। র‌্যালির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান সমিতির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এনামুল হক। র‌্যালি শেষে বিভাগের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, মানুষ তাদের জীবনের অধিকাংশ সময় কাটান তাদের কর্মস্থলে। বিভিন্ন সময় কর্মচারীরা মানসিকভাবে নির্যাতনের শিকার হন। তাই কর্মচারীদের মানসিক স্বাস্থ্যের উপর চাপ পড়ে। এতে করে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্তের পাশাপাশি কর্মচারীরাও এক ধরনের হতাশার মধ্যদিয়ে তাদের সময় পার করেন। তাই কর্মচারীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। এ সময় কর্মক্ষেত্রের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ না করার প্রতিশ্রুতি দিয়ে শিক্ষক-শিক্ষার্থীদরে শপথ পাঠ করান বিভাগের অধ্যাপক এনামুল হক।

বিভাগের অধ্যাপক ড. সাবিনা সুলতানার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিভাগের অধ্যাপক ড. মাহবুবা কানিজ কেয়া, সহকারী অধ্যাপক তানজির আহম্মদ তুষার প্রমুখ। সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি ড. নাজমা আফরোজ। সভায় বিভাগের শিক্ষকসহ প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এদিকে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ড. আনওয়ারুল হাসান সুফির সভাপতিত্বে রাবির পরিবেশ ইনস্টিটিউটে এক সেমিনার অনুষ্ঠিত হয়।

স/বি