নাটোর বড়াইগ্রামে পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের বিষয়ক কর্মশালা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় বাংলাদেশের ৩০টি পৌরসভায় পানি সরবাহ ও স্যানিটেশন প্রকল্প বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬সেপ্টেম্বর) পৌর মিলনায়তনে মেয়র মাজেদুল বারী নয়নের সভাপতিত্বে, শহর সমন্বয় কমিটি’র (টিএলসিসি) সদস্যরা এ কর্মশালায় অংশ নেন।
কর্মশালায় পৌর সচিব জালাল উদ্দিনের সঞ্চালনায় বড়াইগ্রাম পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরকার, উপজেলা জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী গোলাম কিবরিয়া, পানি ও স্যানিটেশন প্রকল্পের রাজশাহী জোনের ক্লাষ্টার কো-অর্ডিনেটর আবু সাঈদ, সোস্যাল ডেভেলপম্যান্ট স্পেশালিষ্ট আসাদুল্লাহ সাদাত, পৌরসভার সহকারী প্রকৌশলী নুরুল ইসলাম, প্যানেল মেয়র ফজলুল হক ফজের বক্তব্য রাখেন। কর্মশালায় পৌর এলাকায় পানি সরবরাহ ও  গুরুত্বপূর্ণ স্থানে আধুনিক পাবলিক টয়লেট নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে আলোচনা হয়।
স/আর