নাটোরে বাল্য বিয়ে : ছেলের বাবা ও মেয়ের মাকে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, নাটোর:
নিষেধ অমান্য করে বাল্য বিবাহ দেওয়ায় নাটোরে ছেলের বাবা ও মেয়ের মাকে ভ্রাম্যমান আদালতে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমান আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ নায়িরুজ্জামান রবিবার এই আদেশ দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার পাইকে দোল গ্রামের ছেলের বাবা মধু মোল্লা ও একই এলাকার মেয়ের মা শাহনারা বেগম।
পুলিশ জানায়, পূর্বে নিষেধ করা সত্বেও সদর উপজেলার পাইকের দোল গ্রামের মধু মোল্লা তার ছেলে নাটোর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র হাসেম আলীর সাথে একই এলাকার জুলহাজ আলীর মেয়ে ইয়াসিনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী জুলি আখতারকে বিয়ে দেয়। এ ব্যাপারে অভিযোগ পেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নায়িরুজ্জামানের নির্দেশে পুলিশ ছেলের বাবা মধু ও মেয়ের মা শাহনারা বেগমকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমান আদালতের সামনে হাজির করা হলে ভ্রাম্যমান আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ নায়িরুজ্জামান তাদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ডের আদেশ দেন। পরে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।

স/মি