‘তদন্তে এমন জিনিস বের হবে, আপনারা তাজ্জব হয়ে যাবেন’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জঙ্গি-সন্ত্রাসবাদ দমনে সরকারের তদন্ত কাজ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেখবেন ভবিষ্যতে এমন এমন জিনিস বের হবে, আপনারা নিজেরাই তাজ্জব হয়ে যাবেন। ভাববেন কী ভাবে এ কাজগুলো এরা করেছে। রবিবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তদন্ত সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে ১১তম এশিয়া-ইউরোপ মিটিং (আসেম) সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

প্রধানমন্ত্রী বলেন, তদন্তের অনেকগুলো ধাপ আছে, সেগুলো করা হচ্ছে, সব খুঁজে বের করা হচ্ছে। গোয়েন্দা সংস্থা থেকে আমরা যতগুলো তথ্য পাচ্ছি, সেখানে যতটুকু প্রকাশ করার দরকার আমরা ততটুকু করছি। এর জন্য সময় দিতে হবে।

সরকার প্রধান শেখ হাসিনা এ প্রসঙ্গে আরও বলেন, তদন্ত কাজ নিয়ে বেশি খোঁচাখুচি করবেন না। যখন আমরা তদন্ত সফলভাবে শেষ করতে পারব তখন সব জানাব।

প্রধানমন্ত্রী আরও বলেন, তদন্ত পুরোপুরি সম্পন্ন হওয়ার আগে যদি একটা শব্দ বেরিয়ে যায়, মনে করেন একটা সূত্র হারিয়ে ফেললাম। নিশ্চয়ই আপনারা সেটা চাইবেন না। কারণ এই সূত্র ধরে আমরা অনেক দূর যেতে পারব। সত্য তুলে আনতে পারব। সেভাবেই তদন্তগুলো করা হচ্ছে। তাই সূত্র হারাক নিশ্চয়ই আপনারা তা চাইবেন না।