নাটোরের লালপুরে বালুভর্তি ট্রাক্টর জব্দ, আটক ৩

লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে পদ্মা নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু ভরাট উত্তোলনের অপরাধে একটি বালি ভর্তি ট্রাক্টর জব্দ ও চালকসহ ৩ জনকে আটক করেছে লালপুর থানা পুলিশ । তবে অবৈধ ভাবে বালু-ভরাট উত্তোলনকারী ঘাতক ভেকুটিকে জব্দ করেনি লালপুর থানার পুলিশ।

রবিবার (১০ এপ্রিল) মধ্য রাতে উপজেলার নবীনগর গ্রামে পানি শুন্য পদ্মা নদী থেকে তাদেরকে আটক করে ও ট্রাক্টরটিকে জব্দ করে বলে জানা গেছে।

আটক ব্যক্তিরা হলেন- পাবনা জেলার বেড়া উপজেলার সিন্দুরিয়া পশ্চিম পাড়া গ্রামের হোসেন শেখ ছেলে হযরত আলী শেখ (৪৫), নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর বালিতিতা গ্রামের মুনসাদ আলীর ছেলে আশিক (২২) ও উপজেলার নবীনগর গ্রামের মৃত মামুনুর রশিদ সেন্টুর ছেলে নাহিদ হাসান নাঈম(২১)।

এব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ মনোয়ারুজ্জান বলেন, আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

জি/আর