নাটোরের বড়াইগ্রামে চলছে উপ-নির্বাচনের ভোট গ্রহণ

নাটোর প্রতিনিধি:
পুরাতন নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলে ভোট গ্রহন চলছে নতুন নির্বাচন কমিশনের অধিনে। তবে বিগত নির্বাচনের অভিজ্ঞতা নিয়ে ভোট দিচ্ছে ভোটররা। আস্থাহীনতার কারণে নাটোরের বেশির ভাগ কেন্দ্রগুলো ছিল ভোটার শূণ্য। প্রতিটি কেন্দ্র ছিলনা নারী এবং পুরুষ ভোটারদের উপস্থিতি।

বিচ্ছিন্ন ভাবে কিছু ভোটর আসলেও ভোট প্রদানে আগ্রহ নেই বেশির ভাগ ভোটারের। সকাল ৮টা ভোটর গ্রহণ শুরু হলেও এক থেকে দেড় ঘন্টায় বেশির ভাগ কেন্দ্রে ভোট পড়েছে মাত্র এক শতাংশ।

তবে ভোটাররা বলছেন, বিগত ইউপি, উপজেলা নির্বাচনে ভোট কারচুপি কেন্দ্র দখলের কারনে অনেককেই সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে নিজের ভোট প্রদান করতে পারেনি। যার কারণে সুষ্ঠ ও শান্তিভাবে ভোট প্রদান করতে পারবে কিনা সে সংশয় নিয়ে ভোটাররা ভোট দিতে নিরুসাহিত হচ্ছে।

নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৮১ টি কেন্দ্রে ভোট গ্রহন চলছে। নির্বাচনে উপজেলার মোট ২ লাখ ৭ হাজার ৩৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচনকে শান্তিপূর্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে চার স্তরের কড়া নিরাপত্তা ব্যবস্থা। র‌্যাব, পুলিশের পাশাপাশি রয়েছে মাঠে ভ্রাম্যমাণ আদালত।

স/আ