নাচোলে স্টিকার সর্বস্ব সাংবাদিকের ছড়াছড়ি, অনিয়মের হাতথেকে রক্ষাপেতে মোটর সাইকেলে প্রেস লেখা স্টিকার!

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্টিকার সর্বস্ব সাংবাদিকের ছড়াছড়ি,অনিয়মের হাতথেকে রক্ষাপেতে মোটর সাইকেলে প্রেস লেখা স্টিকার। এমন অভিযোগ উঠেছে নাচোল এলাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক এর বিরুদ্ধে।
বুধবার বিকেলে নাচোল এশিয়ান স্কুল অ্যান্ড কলেজ মাঠে যানাজার নামাজের পর এ দৃশ্য লক্ষ্য করা যায়। প্রধান শিক্ষকের মোটর সাইকেলে প্রেস লেখা“দৈনিক জরুরী সংবাদ”এর স্টিকার লক্ষ্য  করে  তাকে প্রশ্ন করলে ওই শিক্ষক বলেন, দৈনিক জরুরী সংবাদ এর শেয়ার পার্টনার রয়েছেন বলে জানিয়েছেন এ প্রতিবেদককে ।
প্রধান শিক্ষক আব্দুল মালেক, নাচোলের বিভিন্ন বে-সরকারী প্রতিষ্ঠানের তদবির কারক বলে জানাগেছে, আর অনেক শিক্ষকের চাকুরী করে দেয়ার নামে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। এমন অভিযোগ করেছেন নেজামপুর ইউনিয়নের এক নারী শিক্ষক। তিনি নাম না প্রকাশ করার শর্তে জানিয়েছেন তার নিকট থেকে হাতিয়ে নিয়েছেন ১লাখ ৩৫ হাজর টাকা। আব্দুল মালেক মাস্টারের ঢাকা শিক্ষা ভবনে বেশ পরিচিত,এমন কোন কাজ নেই যা মালেক মাস্টার করতে পারেন না। আর এ জন্য পৌর এলাকার পন্ডিতপুর এলাকায় গড়ে তুলেছেন বিশাল অট্টালিকা।