নবেসুমি’র মাড়াই মওসুম শেষ, কৃষকের পাওনা ৩৫ কোটি টাকা

লালপুর প্রতিনিধি:
আখ চাষির ৩৫ কোটি টাকা পাওনা রেখেই চলতি মওসুমের মাড়াই বন্ধ করলেন নর্থ বেঙ্গল সুগার মিল কর্তৃপক্ষ। শুক্রবার রাতে মাড়াই কার্যক্রম শেষ হয়। আখ মাড়াইয়ের শেষ ৭৫ কর্মদিবসে ওই বকেয়া টাকা পরিশোধে মিলের উচ্চ পর্যায়ের দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

মিলটির ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল জানান, চলতি মওসুমে ১২৬ কর্মদিবসে প্রায় ১ লাখ ৮৯ হাজার মেট্রিকটন আখ মাড়াই করা হয়। এতে ১৩ হাজার ১০০ মেট্রিক টন চিনি উৎপাদন করা হয়েছে। এর মধ্যে মিলের গোডাউনে ৮ হাজার মেট্রিক টন চিনি অবিক্রিত রয়েছে। যার বাজার মূল্য ৪০ কোটি টাকা। চলতি মওসুমে মাড়াই লক্ষ্যমাত্রার ১২০ কর্মদিবসের মধ্যে মাত্র ৩০ কর্মদিবসে টাকার অভাবে গত ২৬ ডিসেম্বর চাষিদের বকেয়া পরিশোধ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। দীর্ঘ ৬৭ দিন বন্ধ রাখার পর দেড় কোটি টাকা যোগাড় করে গত ৩ মার্চ থেকে চাষিদের বকেয়া পরিশোধ করার উদ্যোগ নিয়ে পর্যায়ক্রমে পরিশোধ করা হচ্ছে।

স/শা