নগরীর ৫নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক:
মহানগরীর ৫ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধন করা হয়েছে। দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ’ পালনে এ পরিস্কার পরিচ্ছনতা কার্যক্রম উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজপাড়া মাদক নিয়ন্ত্রণ কমিটির সভাপতি মাহাবুব আলম, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তানজির হোসেন দুলাল, প্রভাষক আইয়ুব আলী, সমাজসেবক জাকির হোসেন ডালু, ৫নং ওয়ার্ড মহিলা আ’লীগ সভাপতি রাজিয়া সুলতানা, রাজপাড়া মাদক নিয়ন্ত্রণ কমিটির সহ-সভাপতি শাহাবুল সরকার টুটুল, সাধারন সম্পাদক মোক্তার হোসেন, দপ্তর সম্পাদক , প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনহাজ শেখ, রুম্মান ইবনে কবীর মিনহাজ শেখ সহ সকল সদস্যবৃন্দ।

অভিযান উদ্বোধনকালে কাউন্সিলর কামরু বলেন, ডেঙ্গু এখন জাতীয় সমস্য হয়ে দাড়িয়েছে তবে কাউকে আতংকিত না হয়ে সকলে নিজ নিজ জায়গা থেকে সচেতনতার মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব। তিনি সকলকে তার বাড়ীর আশপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখার আহবান জানান। উদ্বোধন শেষে রাজপাড়া মহল্লায় র‌্যালি হয়।