রুয়েটে সি.এস.ই বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮ সিরিজের শিক্ষার্থীদের নবীনবরণ এবং ২০১৪ সিরিজের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে কেন্দ্রীয় অডিটোরিয়ামে সি.এস.ই সমিতির উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সি.এস.ই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. বশির আহমেদ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল ইসলাম সেখ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন প্রফেসর ড. জহুরুল ইসলাম সরকার, পরিচালক ছাত্রকল্যাণ প্রফেসর ড. রবিউল আওয়াল, রেজিষ্ট্রার(ভারপ্রপ্ত) প্রফেসর ড. সেলিম হোসেন।

শুভেচ্ছা বক্তব্য দেন, সি.এস.ই সমিতির কোষাধ্যক্ষ আবু সাঈদসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও ২০১৩ সিরিজ থেকে ২০১৭ সিরিজ শিক্ষার্থীদের ” স্টুডেন্ট অব দা ইয়ার” পুরস্কার বিতরণ করা হয়।