নওগাঁয় স্বাধীনতা শিক্ষক পরিষদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
বেসরকারী স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের ৫% ইনক্রিমেন্ট বৈশাখী ভাতা ও পূর্নাঙ্গ উৎসব ভাতার বাস্তবায়নের দাবিতে নওগাঁয় স্বাধীনতা শিক্ষক পরিষদে (স্বাশিপ) নওগাঁ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।

 
সোমবার বেলা সাড়ে ১১টায় শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

 
মানববন্ধনে স্বাশিব নওগাঁ জেলার সভাপতি বলিহার ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবু নাসের এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, আস্তান মোল্লা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও সদর উপজেলা শাখার সভাপতি মাহবুবুল ইসলাম, মান্দা বি.এম কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, আস্তান মোল্লা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক দিলরুবা লাকি, প্রভাষক আব্দুল হান্নান প্রমুখ।

 
বক্তারা এ সময়, অবিলম্বে সকল বেসরকারী স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের ৫% ইনক্রিমেন্ট বৈশাখী ভাতা, পূর্নাঙ্গ উৎসব ভাতার বাস্তবায়ন, ননএমপিও বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তি করন ও জাতীয় করনের দাবী জানান।
স/শ