নওগাঁয় শীতের তীব্রতায় চরম বিপাকে খেটে খাওয়া মানুষেরা

নাজমুল হক নাহিদ, আত্রাই:

নওগাঁয় শৈত প্রবাহে জন-জীবন স্থবির হয়ে পড়েছে। কনকনে ঠান্ডা বাতাসের দাপটে মানুষ এখন কাহিল হয়ে পড়েছে। বিশেষ করে শ্রমজীবী, দিন মুজর মানুষ চরম দুর্ভোগে পড়েছে।

অনেকেই প্রচন্ড শীতের কারনে ঘরের বাহিরে কাজে যেতে পারছে না। এই কনকনে ঠান্ডা বাতাসের সাথে ঘন কুয়াশাও চারিদিকে আছন্ন করে আছে। গত ৩-৪ দিন ধরে দেখা বৈকাল ছাড়া দেখা মেলেনি সূর্যের। টানা শৈত প্রবাহ আর কনকনে তীব্র শীতে জনজীবন বিপর্য হয়ে পড়েছে।

ঘন কুয়াশায় ঢেকে আছে জেলার অধিকাংশ এলাকা। ঘন কুয়াশার কারনে সড়কে যানবাহন চলাচল দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে ঝুঁকির মধ্যে চলাচল করছে। শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবি-পেশাজীবি মানুষেরা। শিশু-বৃদ্ধরা সবচেয়ে বেশী দুভোর্গের মধ্যে পড়েছে।

এসব খেটে খাওয়া মানুষেরা জানান, ‘যেভাবে শীতের তীব্রতা বাড়ছে আমাদের মতো  মানুষের বাঁচাই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। প্রচন্ড শীতের কারণে হুমকির মধ্যে পড়েছে বোরো চাষের বীজতলা। যে ক’দিন শীতের দাপট থাকবে আমার মতো মানুষদের চোখে ঘুম থাকেনা। এছাড়া বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার অনেকে।

শ্রমজীবী দিন মুজুর মানুষ দাবী করেছে তারা প্রতি বছরের ন্যয় এবার শীতে সরকারী ভাবে কোনরুপ শীত বস্ত্র পাচ্ছে না। তাদের দাবি সরকার যেন তাদের প্রতি নজর রাখেন।

নওগাঁ আবহাওয়া অফিস জানিয়েছেন আজ সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

স/অ