নওগাঁয় মাদক নিয়ন্ত্রন বিষয়ে জনসচেতনা গড়তে প্রেস ব্রিফিং

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
জীবনকে ভালবাসুন, মাদক থেকে দূরে থাকুন’ স্লোগানে মাদকের অপব্যবহার বিরোধী তথ্য অভিযান শুরু উপলক্ষে নওগাঁয় এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহযোগীতায় নওগাঁ জেলা তথ্য অফিস এই প্রেস ব্রিফিং-এর আয়োজন করে।

প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত প্রেস ব্রিফিং-এ সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ আহসান হাবিব।

অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নওগাঁ’র সহকারী পরিচালক মোঃ রাজিউর রহমান, প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন জুয়েল, সাবেক সভাপতি মোঃ নবির উদ্দিন, সাবেক সভাপতি এমদাদুল হক সুমন, সাবেক সভাপতি মোঃ শাহজাহান আলী, সহ-সভাপতি সুলতানুল আলম মিলন, সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল করিম তরফদার ফরিদ, সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রতন, যুগ্ম সম্পাদক বেলায়েত হোসেন, কার্য নির্বাহী সদস্য এ এস এম রাইহান আলম, মোঃ আহাদ আলী এবং মাহমুদুন্নবী বেলাল।

প্রেস ব্রিফিং-এ অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আহসান হাবিব বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। সংবাদ মাধ্যম সমাজের দর্পন। লেখনীর মাধ্যমে সাংবাদিকরা অনেক সমস্যার সমাধান করতে পারেন । আগামী প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে হলে মাদক থেকে তাদের দুরে রাখতে সাংবাদিকদের ভুমিকা রাখার আহবান জানান তিনি।
স/শ