নওগাঁয় পুলিশ মেমোরিয়াল ডে পালিত

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁয় পুলিশ মেমোরিয়াল ডে’১৮ পালিত হয়েছে। দেশের বিভিন্নস্থানে কর্তব্যকালীন আত্ম-উৎস্বর্গকারী পুলিশ সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের জন্য এই দিবস উপলক্ষে আলোচনাসভা, স্মৃতিচারন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহষ্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে নওগাঁ পুলিশ লাইন্স ড্রিল শেড-এ আয়োজিত এ উপলক্ষে এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রকিবুল আকতার, পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারেক জোবায়ের, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার ডিএসবি ফারজানা হোসেন, মান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার হাফিজুল ইসলাম, ইনসার্ভিস সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুল কাদের, সহকারী পুলিশ সুপার (প্রশাসন) মতিয়ার রহমানসহ জেলার সকল পুলিশ পরিদর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দেশের বিভিন্নস্থানে দায়িত্বপালনকালীন বিভিন্নভাবে মৃত্যুবরনকারী নওগাঁ জেলা ১০ পরিবারের সদস্যদের সন্মাননা জানানো হয়। সন্মাননাপ্রাপ্ত শহীদ পুলিশ সদস্যরা হলেন কনষ্টেবল শ্রী নিরেন পাহান, এস আই মোঃ মতিউর রহমান, কনষ্টেবল আব্দুস সাত্তার, কনষ্টেবল উৎপল চন্দ্র সরকার, কনষ্টেবল শ্যাম চরণ দাস, পুলিশ পরিদর্শক মোঃ বেলাল হোসেন, কনষ্টেবল মোঃ শামীম হোসেন, এএসআই আব্দুল হামিদ, কনষ্টেবল মোঃ আরিফুল ইসলাম এবং এস আই নিরস্ত্র মোঃ আব্দুল বোখারী।

এছাড়াও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য বিভিন্ন পদের ১০ পুলিশ সদস্যকে পুরস্কার প্রদান এবং পিআরএল ভুক্ত ৫ সদস্যকে বিদায় সম্বর্ধনা জানানো হয়।
স/শ