নওগাঁয় নারীসহ দুই মাদক ব্যবসায়ীর কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:

নওগাঁর পোরশায় মাদক ব্যবসার দায়ে নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফতেখার উদ্দিন শামীমের ভ্রাম্যমাণ আদালত ওই দুজনের প্রত্যেককে সাত দিন করে কারাদন্ডের আদেশ দেন।

 
দন্ডপ্রাপ্তরা হলেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শহরাগাছি গ্রামের আবু সাঈদ মন্টুর স্ত্রী বাদানী বেগম (৩৬) ও চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলার কোদালকাটি গ্রামের এনামুলের ছেলে জিয়াউর রহমান (৩৫)।

 
নওগাঁ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ বিকেল ৩টার দিকে পোরশা উপজেলার তাতোড় মোড়ে থেকে বাদনী ও জিয়াউরকে ২০ গ্রাম হেরোইন ও ৫ পুরিয়া গাঁজাসহ আটক করেন। পরে তাঁদের উপজেলা পরিষদে নেওয়া হলে ইউএনও ইফতেখার উদ্দিন শামীম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ওই দুইজনের প্রত্যেককে সাত দিন করে বিনাশ্রম কারাদন্ড দেন।

স/অ