বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২০ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নওগাঁয় দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ

Paris
নভেম্বর ১৯, ২০২০ ১২:২১ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

 

নওগাঁর সব রুটে দ্বিতীয় দিনের মতো আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাস চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের বিরুদ্ধে সড়কে চাঁদাবাজি ও রুট নিয়ন্ত্রণের অভিযোগ এনে গতকাল বুধবার (১৮ নভেম্বর) বাস চলাচল বন্ধ করে দেন পরিবহন মালিকরা।

স্থানীয় সূত্র জানায়, গতকাল বুধবার সকাল থেকে অভ্যন্তরীণ রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হয়  দূরপাল্লার বাস চলাচলও। এদিকে, পরিবহন বন্ধ করে দেওয়ায় চরম বিড়ম্বনায় পড়েছে যাত্রীরা।

নওগাঁ সড়ক পরিবহন মালিক গ্রুপের নেতারা বলছেন, চাঁদাবাজি ও সড়ক নিয়ন্ত্রণ নিয়ে শ্রমিকদের সঙ্গে তাঁদের দ্বন্দ্ব দীর্ঘদিনের। নতুন শ্রমিক নেতারা নওগাঁ, পাবনা ও কিশোরগঞ্জ রুট দখলের চেষ্টা করলে দ্বন্দ্ব চরমে ওঠে। বিষয়গুলো নিরসন না হওয়া পর্যন্ত সব রুটের বাস চলাচল বন্ধ থাকবে বলে জানান মালিক পক্ষের নেতারা।

 

সূত্র: কালেরকন্ঠ

সর্বশেষ - জাতীয়