নওগাঁয় গণপ্রকৌশলী দিবস ও আইডিইবির ৪৬তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

নিজস্ব প্রতিবেদক, নওগাঁঃ
জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, ফেষ্টুন উড়ানো, নৃত্য পরিবেশন ও বর্ন্যাঢ্য র‌্যালীর মধ্য দিয়ে নওগাঁয় গণপ্রকৌশলী দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবির) ৪৬তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে।

 
মঙ্গলবার সকালে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয়  শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ন্যাঢ্য র‌্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আইডিইবি নওগাঁ জেলা শাখা এর আয়োজন করেন।

 

পতাকা উওোলন, ফেষ্টুন উড়ানো ও র‌্যালীটির উদ্ধোধনে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশসক ড. মোঃ আমিনুর রহমান।

 

এ সময় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবির) সভাপতি এ,কে,এম নাজমুল আলমের সভাপতিত্বে অন্যান্যোর মধ্যে সংগঠনের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক ফেরাউল ইসলাম, অর্থ সম্পাদক নিজামুল হক, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাজ্জাদ আরেফীন প্রমুখ।

 
র‌্যালীতে বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে কর্মরত ডিপ্লোমা ইঞ্জনিয়ার্সবৃন্দ এবং সরকারী বেসরকারী বিভিন্ন পলিটেকনিক ইনষ্টিটিউটের ছাত্রছাত্রীরা যোগদান করেন।
স/শ