নওগাঁয় খাস-নওগাঁ সমাজ উন্নয়ন সংস্থার দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁয় ঐতিহ্যবাহী খাস-নওগাঁ সমাজ উন্নয়ন সংস্থার দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খাস-নওগাঁ সমাজ উন্নয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেণী কক্ষে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৪৫০ ভোট পেয়ে মোস্তফা মাহাবুবজ্জামান মামুন সভাপতি নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিযোগী মোস্তাফিজুর রহমান পেয়েছেন ২৪২টি ভোট।

এ ছাড়া সহ-সভাপতি পদে এনামুল হক ৩৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি নাহিদ হোসেন পেয়েছেন ২৯৮ ভোট।

সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আল হাদী তিতাস ৩৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল হাই সিদ্দিকী সিটু পেয়েছেন ৩৩১টি ভোট।

কোষাধক্ষ্য পদে সুজন ২৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি আবু রায়হান পেয়েছেন ২৫২টি ভোট। ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে ৪৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি শাহিন কাদির সরকার পেয়েছেন ২২২ ভোট। কার্যনিবার্হী সদস্য পদে নির্বাচিত হয়েছেন জুলহাস সুজন ভুট্টু, আব্দুস সামাদ ও সুলতান হোসেন। এ ছাড়া সহ-সাধারন সম্পাদক বাপ্পী হোসেন, প্রচার ও দপ্তর সম্পাদক নবির উদ্দীন, সমাজ কল্যান সম্পাদক খন্দকার শহিদুল ইসলাম শান্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পালন করেন খাস-নওগাঁ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাচন কমিটির আহবাযক মকবুল হোসেন। প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন এ, কে ,এম এমরুল কায়েস রাসেল ও পুলিং কর্মকর্তার দায়িত্ব ছিলেন আজাহার আলী। এবার নির্বাচনে মোট ৭৮৯ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৭০৬ জন সদস্য।
স/শ