নওগাঁয় কষ্টিপাথরের মূর্তি হস্তান্তর


নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার জাদুঘর কর্তৃপক্ষের কাছে শনিবার(২৭মার্চ) বিকেলে ৩৮ কেজি ওজনের কষ্টিপাথরের একটি বিষ্ণুমূর্তি হস্তান্তর করেছে নওগাঁ জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া।

পাহাড়পুর বৌদ্ধবিহার জাদুঘরের কাস্টডিয়ান মোহাম্মদ ফজলুল করিম ওই মূর্তি গ্রহণ করেন।

পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া বলেন, গত ১৬ মার্চ নওগাঁর রাণীনগর উপজেলার কালিগ্রাম ইউনিয়নের টংকুরীপাড়ায় সরকারি একটি পুকুর খননের সময় শ্রমিকেরা বিষ্ণুমূর্তিটির সন্ধান পান। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাণীনগর থানা পুলিশ মূর্তিটি হেফাজতে নেন। মূর্তিটির ওজন ৩৮ কেজি, দৈর্ঘ্যে ৩৬ ইঞ্চি ও প্রস্থে সাড়ে ১৫ ইঞ্চি।

প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে আদালতের নির্দেশে প্রত্নতত্ত্ব বিভাগের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হলো।

স/রি